ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামিন পেলেন সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:০২, ১৮ এপ্রিল ২০২৪
জামিন পেলেন সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের পর বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক অরুপ কুমার বসাক তাকে জামিন মঞ্জুর করেন।

আবুল খায়ের জানান, মামলার বাদী সৈয়দ আলী শেখ আদালতে উপস্থিত থেকে জামিনের ব্যাপারে আপত্তি না করলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। তবে, এ জামিন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মঞ্জুর করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গ, গত রোববার (১৪ এপ্রিল) সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটতরাজের পর বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে একইদিন দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর সহ ৩০ জনকে গ্রেপ্তার করে।

তামিম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়