ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

ইন্টারনেটে সমস্যা, সিলেট পাসপোর্ট অফিসের সেবা বন্ধ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ৯ জুন ২০২৪   আপডেট: ২২:১৯, ৯ জুন ২০২৪
ইন্টারনেটে সমস্যা, সিলেট পাসপোর্ট অফিসের সেবা বন্ধ

ইন্টারনেট সংযোগে সমস্যার কারণে রোববার (৯ জুন) থেকে বন্ধ রাখা হয়েছে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কার্যক্রম। ইন্টারনেটে ঢাকার সঙ্গে যোগাযোগে সমস্যার কথা উল্লেখ করে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। এ অবস্থায় কর্তৃপক্ষ অফিসের সামনে বিজ্ঞপ্তি টাঙিয়ে দেন। বিজ্ঞপ্তিতে কারো সই ছিল না।

নোটিশে বলা হয়, ই-পাসপোর্ট, ডাটা সেন্টার ঢাকার সঙ্গে ইন্টারনেট সংযোগে সমস্যা হওয়ায় অত্র অফিস থেকে সাময়িকভাবে পাসপোর্ট সেবা প্রদান করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নিজ দায়িত্বে অপেক্ষা করা অথবা আগামী ১১ জুন (মঙ্গলবার) আসার জন্য অনুরোধ করা হলো।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক মো.সাহেব আলী বলেন, ই-পাসপোর্ট ডাটা সেন্টার, ঢাকার সঙ্গে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যার কারণে পাসপোর্ট সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়