ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০০ সমবায় খামারীকে ২ লাখ টাকা করে ঋণের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ৩০ জুন ২০২৪  
১০০ সমবায় খামারীকে ২ লাখ টাকা করে ঋণের চেক বিতরণ

মাগুরায় ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’প্রকল্পের আওতায় ১০০ জন খামারীর মাঝে ২ লাখ টাকা করে ঋণের চেক বিতরণ করেছে জেলা সময়বায় অধিদপ্তর।

রোববার (৩০ জুন) বিকেলে আছাদুজ্জামান মিলনায়তনে দুগ্ধ উৎপাদন খামারীদের মাঝে এ চেক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ ও ঋণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস, জেলা সমবায় কর্মকর্তাসহ অনেকে।

আরো পড়ুন:

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, জেলার পুষ্টি চাহিদা পূরণ, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামাজিকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা।

তিনি আরও বলেন, সারা দেশের মধ্যে ৫০টি জেলাকে দুগ্ধ উৎপাদনে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে খামারীদের মাঝে ৩% সুদে খামারীদের ঋণের চেক বিতরণ করা হয়েছে। এতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে পাশাপাশি ভিটামিন ও পুষ্টির চাহিদা পূরণ হবে।

শাহীন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়