ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামুতে অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৭ জুলাই ২০২৪  
রামুতে অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজারের রামু থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। 

বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

আটক যুবক হলেন, রামু কচ্ছপিয়া উত্তর টেকপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৩৭)।

আবুল কালাম চৌধুরী জানান, আটক সাহাব উদ্দিন তার বসতঘরে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছিল। এই তথ্যের প্রেক্ষিতে কচ্ছপিয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে সাহাব উদ্দিনকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান এবং ২ রাউন্ড ১২ বোরের কার্তুজ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাহাব উদ্দিন একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পরিচালনা করছিল। এছাড়া বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অস্ত্রও বিক্রয় করতো। 

উদ্ধার আগ্নেয়াস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

তারেকুর/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়