ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

ভোলায় মেঘনা নদীতে ট্রলারডু‌বি, নিখোঁজ ৮ 

ভোলা সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:২৯, ৩ আগস্ট ২০২৪
ভোলায় মেঘনা নদীতে ট্রলারডু‌বি, নিখোঁজ ৮ 

ভোলায় মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৫ জেলে জী‌বিত উদ্ধার হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৮ জেলে।

শুক্রবার (২ আগস্ট) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউ‌নিয়নের শিবচর নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক সপ্তাহ আগে বৈরি আবহাওয়ার মধ্যেই ১৩ জেলে মাছ ধরতে যান। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় সাগরের ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জেলে নদীতে পড়ে যান। পরে রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলার ৫ জেলেকে উদ্ধার করে। বাকি ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন, নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি ( ৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। আর উদ্ধার হওয়া জেলেরা হলেন, মো. দুলাল মাঝি (৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫), মনির (৩৩)। তাদের সবার বা‌ড়ি ভোলার চরফ্যাশন উপ‌জেলার আহম্মেদপুর ইউনিয়নের সুকনা খাল এলাকায় বলে জানা গেছে।

আহম্মদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, এক সপ্তাহ আগে শিবচর এলাকার ১৩ জেলে মাছ ধরতে যান। গত রাতে ট্রলারটি ডুবে যায়। ৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও আট জেলে নিখোঁজ রয়েছে। 

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, আমরা নিখোঁজ জেলেদের উদ্ধার করার জন্য কোস্ট গার্ডকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করবে। এছাড়া, স্থানীয় মৎস ব্যবসায়ীরাও নিখোঁজ জেলেদের খুঁজতে চেষ্টা করছে। 

তপু/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়