ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৪৭, ৩ আগস্ট ২০২৪
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বাড়ি ঘরে পানি উঠেছে। ভেসে গেছে শতাধিক ঘের। তলিয়ে গেছে আমনের বীজতলা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

লক্ষ্মীপুর পৌরসভা ও সদরের টুমচর, কমলনগরের তোরাবগঞ্জ, চরলরেন্সসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, তিন দিনের টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। অধিকাংশ স্থানে রাস্তা ঘাট ও ঘরের সামনে এখন হাটু পানি। কোথাও ঘরে ঢুকে গেছে পানি। অনেক স্থানে যান চলাচলেও বিঘ্নতা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বাড়ি ঘর নির্মাণ আর বিভিন্ন স্থানে খাল-নদী বাঁধ দিয়ে মাছ চাষ এবং দখল দূষণের কারণে এ অবস্থা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়েন হাজারও মানুষ। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবারও (৩ আগস্ট) জেলায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

জাহাঙ্গীর লিটন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়