ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:০৮, ৪ আগস্ট ২০২৪
মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শহরের সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ৭ জনকে হাসপাতালে আনা হয়। পর্যবেক্ষণ শেষে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই দুইপক্ষের সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে। তবে দুইপক্ষ মারমুখী অবস্থানে রয়েছে।

সংঘর্ষে হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি হাসপাতাল থেকে জানতে হবে।

রতন/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়