ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৫৩, ১৩ আগস্ট ২০২৪
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার মিতালি পাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত ওই দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাদের উভয়ের বয়স আনুমানিক ৩২-৩৫ বছর।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় বাসে ছিনতাইয়ের চেষ্টা করে। পরে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, ছিনতাইকারী বা চোর সন্দেহে ওই দুই যুবককে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়। মৃত দুই যুবকের পরিচয় সনাক্তে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। 
 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়