ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে ৪ উপদেষ্টার শ্রদ্ধা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ২০:৩২, ১৭ আগস্ট ২০২৪
জাতীয় স্মৃতিসৌধে ৪ উপদেষ্টার শ্রদ্ধা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টামণ্ডলীর চার সদস্য।

শনিবার (১৭ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে স্মৃতিসৌধের শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তারা স্মৃতিসৌধ প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপণ করেন।

শ্রদ্ধা জানানো উপদেষ্টারা হলেন- পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা যারা নতুন চার উপদেষ্টা শপথ গ্রহণ করেছি গতকাল। আগামীকাল কাজে যোগদান করবো। আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ হলো বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আজকে এখানে (জাতীয় স্মৃতিসৌধ) এসেছিলাম বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রথম পদক্ষেপ হবে দেশটাকে গতিশীল করা এবং জনগণের সঠিক সেবা নিশ্চিত করা।’

সাভার গণপূর্ত বিভাগ জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের নবনির্বাচিত চার উপদেষ্টা বিকেল ৫টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। তারা ৫টা ৩০ মিনিটে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তারা। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে বিকাল ৫টা ৪০ মিনিটে চার উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।’

এর আগে, গতকাল শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন চার উপদেষ্টাকে শপথ পাঠ করান। 

সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়