ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকা মূল্যের আইস জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৫১, ২১ আগস্ট ২০২৪
সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকা মূল্যের আইস জব্দ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি।  

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে হঠাৎগঞ্জ এলাকা থেকে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। 

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) এর একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকায় একটি পরে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানী চক্রটি রাতের আধারে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) এর বাজারমূল্য পাঁচ কোটি টাকা।

জব্দ মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শাহীন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়