ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবচরে প্রতিবন্ধীকে হাতুড়িপেটার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২৩ আগস্ট ২০২৪  
শিবচরে প্রতিবন্ধীকে হাতুড়িপেটার অভিযোগ

হামলায় আহদ মহিদুল ইসলাম ওরফে ভুলু মাতুব্বর

পূর্বশত্রুতার জেরে মহিদুল ইসলাম ওরফে ভুলু মাতুব্বর (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল হাটে তার ওপর হামলা হয়। এ ঘটনায় আহত মহিদুল ইসলামের ভাই জাহিদুল ইসলাম সবুজ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। 

হামলার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উৎরাইল নয়াবাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

আরো পড়ুন:

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদীর সঙ্গে পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উৎরাইল হাট সংলগ্ন মহিদুল ইসলামের বাড়ির কাছে এসে কিছু ব্যক্তি চেচামেচি শুরু করে। পরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে মানসিক প্রতিবন্ধী মহিদুল ইসলাম ভুলুকে। তারা হাতুড়ি দিয়ে মহিদুল ইসলাম ভুলুর মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার চিৎকার শুনে হৃদয় শেখ নামের এক যুবক এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। সেদিন রাতেই হামলাকারী পাশ্ববর্তী দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকার মিঠুন মোল্লা, টিটন মোল্লা, লিটন মোল্লা, ইমারত মোল্লাসহ ৯ জনের নাম উল্লেখ করে শিবচর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় ভাই জাহিদুল ইসলাম সবুজ।

মানসিক প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদ অনুষ্ঠিত সমাবেশে এলাকাবাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। তারা হামলাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহব্বান জানান। 

স্থানীয় বাসিন্দা শিহাব আলম সোহেল মাতুব্বরের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরশেদ হাওলাদার, সিরাজুল ইসলাম মাতুব্বর, নাহিদ ইসলাম প্রিন্স, বিএনপি নেতা টিপু মুন্সী, নেওয়াজ আহমেদ চৌধুরী নঈম, সোহাগ মাতুব্বর প্রমুখ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান, ‘মামলা দায়েরে পর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জড়িতরা আত্মগোপনে রয়েছেন।’

বেলাল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়