ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে আবারো গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২৪  
বরিশালে আবারো গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

বরিশাল নগরী থেকে আরও একটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নগরীর ফরেস্টার বাড়ি এলাকার পোস্টাল কলোনির মাঠ থেকে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিট বস্তুটি উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান জানান, এটি মূলত টিয়ারশেল গ্রেনেড। পুলিশ এই গ্রেনেড ব্যবহার করে না।

আরো পড়ুন:

এর আগে, গত ৯ সেপ্টেম্বরও একই স্থান থেকে আরেকটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ। 

পোস্টাল কলোনির পরিচ্ছন্নতা কর্মী জনি হেলা জানান, আজ সকালে কলোনির মধ্যের মাঠের ঘাস পরিষ্কার করার গেলে গ্রেনেডসদৃশ বস্তুতি দেখতে পান তিনি। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ ৯৯৯ নম্বরে ফোন দিলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আসেন। এর আগে, একই মাঠে গত ৯ সেপ্টেম্বর আরেকটি গ্রেনেডসদৃশ বস্তু দখতে পেয়ে প্রশাসনকে জানানো হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান জানান, বুধবার সকালে ৯৯৯ নম্বরে ফোন করা হলে তারা বিষয়টি জানাতে পারেন। এরপর পুলিশ ফরেস্টার বাড়ি এলাকা ঘিরে রাখে। পরে পোস্টাল কলোনির দেয়াল ঘেঁষা স্থানে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে জানানো হলে তাদের একটি বিস্ফোরক টিম এসে বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। 

তিনি আরও জানান, গ্রেনেডটি এখানে কীভাবে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। এটি মূলত টিয়ারশেল গ্রেনেড। এটি আধুনিক প্রযুক্তির। গ্রেনেডটি হাত দিয়ে ব্যবহার করতে হয়। পুলিশ এই গ্রেনেড ব্যবহার করে না।

আরিফুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়