লক্ষ্মীপুরে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা জেলার ছাত্র নাগরিকের সাথে এ মতবিনিময় সভা করেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, জিয়া উদ্দিন আয়ান, আলী আহমদ আরাফ, আবু রায়হান, তাছনিয়া নাওরিন, মহিদুল ইসলাম রিন্তু, ফারিয়া রহমান, খালেদ হাসান, নাঈম আবেদীন, লক্ষ্মীপুরের সমন্বয়ক আরমান হোসাইন, সরোয়ার, বায়েজীদ, কামরুল, এনাম, রাফি প্রমুখ।
কেন্দ্রীয় সমন্বয়করা তাদের বক্তব্যে বলেন, ‘ফ্যাসিবাদের নানারূপ দেখেছে বাঙ্গালী জাতি। সব ফ্যাসিবাদকে হটিয়ে আমরা বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছি। স্বাধীনতার পর আর কোনো ফ্যাসিবাদের স্থান বাংলার জমিনে হবে না।’
তারা আরও বলেন, ‘আন্দোলনের শহীদদের পরিবারের পাশে থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখে রাষ্ট্রীয় সংস্কারে সহযোগিতা করে সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
জাহাঙ্গীর লিটন/সনি