ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

এ দেশ জালিমকে ক্ষমতায় রাখে না, ভুলে গিয়েছিলেন হাসিনা: রিজভী

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
এ দেশ জালিমকে ক্ষমতায় রাখে না, ভুলে গিয়েছিলেন হাসিনা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা ১৬  বছর ধরে এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিলেন। তাকে সরানোর জন্য সব শ্রেণির শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হন। আন্দোলনকারীরা যে অসীম সাহসিকতা দেখিয়েছিলেন, সেটি শুধু ছিল বীরত্বের ইতিহাস। এ দেশ কখনো জালিমকে ক্ষমতায় রাখে না, শেখ হাসিনা বেমালুম তা ভুলে গিয়েছিলেন।’ 

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদরের আকাশতারা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত তিন জনের পরিবারের সদস্যদের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’ পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল হক তৈয়ব জাকির, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম প্রমুখ।

আরো পড়ুন:

অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালক কমরউদ্দিন, শিক্ষার্থী শাকিল হাসান মানিক ও গাবতলী পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এনাম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়