ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেনাপোল দিয়ে ২৫ মেট্রিক টন ইলিশ গেলো ভারতে 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২৪  
বেনাপোল দিয়ে ২৫ মেট্রিক টন ইলিশ গেলো ভারতে 

ইলিশ মাছ। ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মো. মাহবুবুর রহমান।

এর আগে, গত বৃহস্পতিবার এই বন্দর দিয়ে ২০টি ট্রাকে প্রতিবেশী দেশটিতে ৫৪ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেন রপ্তানিকারকরা।

আরো পড়ুন:

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান।

তিনি জানান, প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার বা ১১৮০ টাকা। ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন ও একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।

মাহবুবুর রহমান আরও জানান, বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে দুই দিনে সর্বমোট ১৮টি প্রতিষ্ঠানকে ৭৯ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য অনুমতিপত্র প্রদান করা হয়েছে।

রিটন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়