ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

বিএনপি বহু নির্যাতন সহ্য করেছে, আ.লীগের মতো পালায়নি: গয়েশ্বর

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:২৭, ২ নভেম্বর ২০২৪
বিএনপি বহু নির্যাতন সহ্য করেছে, আ.লীগের মতো পালায়নি: গয়েশ্বর

কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভায় গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গত ১৬ বছর বিএনপি বহু নির্যাতন সহ্য করেছে, কিন্তু আওয়ামী লীগের মতো পালিয়ে যায়নি। বিএনপির কর্মীরা হাজারো নির্যাতন, নিপীড়ন, হামলা ও মামলা সহ্য করে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছে।’

শনিবার (২ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থ বিদেশে পাচার করে তারা দেশকে পুঙ্গ করেছে। আমাদের সংগ্রাম এখনও চলছে গণতন্ত্রের জন্য। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম চলছে।’ 

আরো পড়ুন:

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াহিদুল হক ওয়াহিদ, কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন আহমেদ, অ্যাডভোকেট শাহীন রহমান, পাভেল মোল্লা প্রমুখ। 

শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়