ঢাকা     শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩১

কিশোরগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ১১ নভেম্বর ২০২৪  
কিশোরগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জে আল আমিন (১৪) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

সোববার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পাঁচধা এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আল আমিন তাড়াইল উপজেলার বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

আজ সোমবার সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার একটি রাস্তার পাশের ধানখেতে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে গলাকাটা ও হাত-পা বাঁধা অবস্থায় আল আমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 

রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়