ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

গোপালগঞ্জে বিএনপির গণসংযোগ-কর্মীসভা 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৩০ নভেম্বর ২০২৪  
গোপালগঞ্জে বিএনপির গণসংযোগ-কর্মীসভা 

গোপালগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ ও কর্মীসভা করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এম এইচ খান মঞ্জু। শনিবার (৩০ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের হাতিয়াড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর অহিদুল হক মোল্লা, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম সুমন, বিএনপি নেতা দয়াময় মল্লিক বক্তব্য রাখেন। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়া কাশিয়ানী উপজেলার সীতারামপুর ও সদর উপজেলার পাটেলবাড়ীতে নির্বাচনী প্রচার প্রচারণা চালান। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। 

নির্বাচনী প্রচারণাকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এম এইচ খান মঞ্জু বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বিগত নির্বাচনগুলোতে মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। 

এসময় গোপালগঞ্জের ৩টি আসন তারেক রহমানকে উপহার দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ঢাকা/বাদল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়