ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আ.লীগ সভাপতির ছেলে গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৪ ডিসেম্বর ২০২৪  
হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আ.লীগ সভাপতির ছেলে গ্রেপ্তার

জাহিদুল ইসলাম সবুজ। ফাইল ফটো

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জাহিদুল ইসলাম সবুজকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর শহর থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। সবুজ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর ছোট ছেলে।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, আশিক হত্যার ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামের এক শিক্ষার্থী ১০৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আশিক হত্যা মামলায় সবুজ এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। রংপুর থেকে র‌্যাব তা‌কে গ্রেপ্তার করেছে।’’

নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। তিনি উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়