ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে স্কুল ছাত্রকে জ্যান্ত কবর দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, মামলা

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:৪১, ৯ ডিসেম্বর ২০২৪
ফরিদপুরে স্কুল ছাত্রকে জ্যান্ত কবর দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, মামলা

ফরিদপুর শহরের একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার

ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীকে জ্যান্ত কবর দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রবিবার রাতে অভিযুক্ত ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে সোমবার (৯ ডিসেম্বর) জিহাদের পরিবার ফরিদপুর শহরের একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। জিহাদ ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে। 

আরো পড়ুন:

অভিযুক্তরা হলেন- হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে সিফাত মোল্যা (২৪), ইউসুফ শেখের দুই ছেলে মাসুম শেখ (২৩) ও মারুফ শেখ (২০), মোহন শেখের ছেলে শাকিল শেখ (১৯), বড় মাধবপুর গ্রামের ফরিদ মোল্যার ছেলে আরাফাত মোল্যা (২০) ও মৃগী গ্রামের সজল (২২)। 

মোস্তাক মাতুব্বর বলেন, “গত শনিবার রাতে আমার ছেলে জিহাদ ওয়াজ শুনতে যাওয়ার সময় এলাকার বখাটেরা তাকে ধরে মারধর করে। পরে তারা জিহাদকে একটি কবরস্থানে নিয়ে কবর খুঁড়ে জ্যান্ত পুঁতে হত্যার চেষ্টা করে। এ সময় অভিযুক্তরা আমার ছেলেকে দিয়ে আমার কাছে ফোন দিয়ে বলতে বলে ‘তোর আব্বাকে মোবাইল ফোন করে বল আমরা তোকে ধরে নিয়ে এসেছি। তোকে ছাড়িয়ে নিতে হলে ৫ লাখ টাকা দিতে হবে। তোর আব্বা টাকা না দিলে তোকে খুন করে কবর দিয়ে দেব।’ এ কথার বলার পরেই আমার ছেলেকে মারধর করে এবং কবর খুঁড়ে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হয়।” 

তিনি আরো বলেন, “পরে লোকজন এগিয়ে এলে আমার ছেলে পালিয়ে রক্ষা পায়। ওই রাতেই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ছেলেকে ভর্তি করাই। এ ঘটনার পর থেকে সে ট্রমায় আক্রান্ত। আমি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।”

ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান বলেন, “একটি মামলা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়