ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে সূর্যের দেখা মেলেনি

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৮ জানুয়ারি ২০২৫  
বরিশালে সূর্যের দেখা মেলেনি

বরিশালে বুধবার (৮ জানুয়ারি) সারা দিন সূর্যের দেখা মেলেনি। হিমেল হাওয়ার পাশাপাশি মেঘলা আকাশ এবং ঘনকুয়াশায় শীত বেশি অনুভূত হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন:

ঘন কুয়াশার কারণে সকালে বরিশালের নৌপথ ও সড়ক পথে যান চলাচল ব্যাহত হয়েছে। দিনভর শীতের কারণে কর্মস্থলে যাওয়া এবং খেটে খাওয়া সাধারণ মানুষকে কষ্ট পেতে হয়। জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষ শীত উপেক্ষা করে কাজে নামে। আগামী ৭ দিন জেলায় মৃদু শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বরিশাল নগরীর সদর রোডে অটোরিকশা চালক সাজ্জাদ বলেন, তীব্র শীতে রাস্তায় গাড়ি চালাতে কষ্ট হচ্ছে। রাস্তায় মানুষজন কম থাকায় যাত্রীও কমই। এ কারণে আয় কমে গিয়েছে বলে জানান তিনি।

ঢাকা/পলাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়