ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১০ মে ২০২৫   আপডেট: ১৬:৫৬, ১০ মে ২০২৫
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১০ মে) বেলা ৩টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৩ শতাংশ।

এর আগে, গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

আরো পড়ুন:

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘‘গত কয়েক দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন সেটি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আজকের তাপমাত্রা মৌসুমের সর্বোচ্চ।’’

এদিকে, তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। পুড়ছে ফসলের মাঠ। বৃষ্টির প্রত্যাশায় জেলার প্রাণীকুল ও জৈববৈচিত্র। তবে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিউল ইসলাম নামে এক ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতা বলেন, ‘‘দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করি। দেশের ৪০-৪৫টা জেলা ঘুরেছি। কিন্তু, চুয়াডাঙ্গার মতো এমন গরম কোথাও দেখিনি। রাস্তায় হেঁটে আইসক্রিম বিক্রি করা যাচ্ছে না। মুখ পুড়ে যাচ্ছে, হাড়ির বরফও গলে যাচ্ছে।’’

রাজীব হাসান নামে এক অটোরিকশাচালক বলেন, ‘‘দিনে যেমন গরম, রাতে তেমনই। কোনো সময় শান্তি নেই। আবার বিদ্যুৎও থাকছে না। খুব কষ্টে দিন কাটছে। যাত্রীও খুব কম।’’

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আরো এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়