ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈষম্যবিরোধী ৮ কর্মীর পদত্যাগকে ‘গুজব’ বলছেন সমন্বয়ক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৪, ৮ জানুয়ারি ২০২৫
বৈষম্যবিরোধী ৮ কর্মীর পদত্যাগকে ‘গুজব’ বলছেন সমন্বয়ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট কর্মীর পদত্যাগের বিষয়টিকে গুজব বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি বাতিলের দাবি

আরাফাত হোসেন বলেন, “কেন্দ্র থেকে নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি প্রকাশ পেয়েছে জানুয়ারি মাসের ৩ তারিখে। এরপর এখানে আমাদের নামে একটি গুজব ছড়ানো হয়েছে এই বলে যে, আমাদের সংগঠন থেকে ৮ জনকর্মী পদত্যাগ করেছেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন যার কোনো প্রমাণ নেই।” 

তিনি আরো বলেন, “আজ এখানে তারা সবাই উপস্থিত আছেন। তাদের মিথ্যা বলে লাইভে ডাকা হয়েছিল। তারা এটি অকপটে স্বীকারও করেছেন। আমার কথা হচ্ছে, আপনারা যদি সেই গুজব লীগের মতো পরিবেশ সৃষ্টি করে ছাত্র জনতার অভ্যুত্থ্যানের স্প্রিটকে ধূলিসাৎ করতে চান, তাহলে মনে করবেন আপনারা ভুলের স্বর্গে রয়েছেন। আপনাদের এই এজেন্ডা কখনো বাস্তবায়ন হবে না সাতক্ষীরার মাটিতে। যারা কমিটিতে আছেন, তারা সবাই যোদ্ধা ছিলেন, তারা সবাই কমবেশি ভূমিকা রেখেছেন। আমরা সাধুবাদ জানাই যারা আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলার স্বাধীনতা সবারই রয়েছে। আমাদের বিরুদ্ধে আপনারা সমালোচনা করেছেন আপনাদের স্বাগতম।” 

আরাফাত হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে কথা বলুন, কিন্তু গঠনমূলক। টেনে ধরবেন না। আপনি যদি আমাদের সহযোগিতা করতে নাই পারেন অন্তত পক্ষে আমাদের বিরোধিতা করবেন না। আপনারা জানেন, আমাদের সাতক্ষীরায় উল্লেখ্যযোগ্য আহতরা রয়েছেন। এখানে একজন আছেন তার চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে। কই তাদের কাউকে নিয়ে কারো প্রেস ব্রিফিং করতে দেখলাম না। দেখলাম না, তাদের কারো দায়িত্ব নিতে। জুলাই অভ্যুত্থ্যানের যে স্প্রিট, সেটা নষ্ট করার পায়তারা চালানো হচ্ছে। কেন্দ্র থেকে যে কমিটি দেওয়া হয়েছে, সেটা নিয়ে একটি গুজব রটানো হয়েছে। আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের সঙ্গে থাকুন।” 

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে অনেক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের সঙ্গে রয়েছেন। এই অভ্যূত্থ্যানের স্প্রিটকে নিয়ে আমরা এই নতুন সাতক্ষীরাকে গড়তে চাই। গত ১৫ বছর ধরে আমাদের সাতক্ষীরাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সাতক্ষীরাকে সংস্কার করতে চাই। অবকাঠামোগতসহ সব দিক থেকে আমরা এই সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যাব।” 

প্রেস সম্মেলন থেকে সংগঠন বিরোধী কার্যক্রমের জন্য সংগঠনটির সদস্য এএইচ রিফাতকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার মুখপাত্র মোহিনী পারভীন, সংগঠক ইখতিয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক সোহেলী তামান্না প্রমুখ।

ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের বাদ দিয়ে আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না, তাদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ তোলেন ছাত্র আন্দোলনের একাংশ। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে কমিটি বাতিলের দাবিতে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সংবাদ সম্মেলনে করে এ দাবি করেন তারা। সেসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক বখতিয়ার হোসেন। নতুন কমিটি থেকে ৮ জন পদত্যাগ করেন।

ঢাকা/শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়