ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৯, ১০ জানুয়ারি ২০২৫  
কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে গোলাম রব্বানীকে সিগাল পয়েন্টে গুলি করে ফেলে রেখে যায় অজ্ঞাত অস্ত্রধারীরা। 

আরো পড়ুন:

রাব্বানী খুলনার দৌলতপুরের বাসিন্দা; বয়স আনুমানিক ৫৫ বছর। তার বাবার নাম মো. গোলাম আকবর। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ৫ আগস্টের পর সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যেদের সঙ্গে রব্বানীও তখন বাদ পড়েন। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খানের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই পুলিশের কয়েকটি টিম হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কোনো ধারণা পায়নি পুলিশ।

রব্বানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আব্দুস সালাম নামে একজন অটোরিকশা চালক। 

রাইজিংবিডি ডটকমকে তিনি বলেন, ‘‘সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে, দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে।’’

‍‍ তখন গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসি," বলেন সালাম। 

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়