ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২৩ জানুয়ারি ২০২৫  
হবিগঞ্জে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জব্দকৃত ভারতীয় পণ্য

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলসীপুর বাজার এলাকা থেকে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ পণ্য জব্দ করা হয় বলে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ১৯৯০/এমপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তুলসীপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় উন্নতমানের কসমেটিক্স সামগ্রী ১২ হাজার ২২৮ পিস এবং থ্রি-ডি আইবল ক্যান্ডি ৯ হাজার ৩৭৫ পিস জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত চোরাচালান পণ্য হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়