কুষ্টিয়ায় দেড় শতাধিক রক্তদাতাকে সম্মাননা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরাম দেড় শতাধিক রক্তদাতাকে সম্মাননা দিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি যাদুঘর মিলনায়তনে এই রক্তদাতা সম্মাননা-২০২৫ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর রহমান মধু। বিশেষ অতিথি ছিলেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার ও পুলিশ কর্মকর্তা সোহাগ হোসেন।
মাহমুদ শরীফের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফ্যামেলী কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী প্রেস ক্লাবের সেক্রেটারি সোহাগ মাহমুদ, সাংবাদিক মাহমুদুল হাসান আলাল, প্রভাষক সাইফুদ্দিন মজনু প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা কুমারখালী, কুষ্টিয়া ও খোকসা উপজেলার পাঁচ রক্তদাতা সংগঠন ও ১৫৫ জন রক্তদাতাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ঢাকা/কাঞ্চন/বকুল