বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যানযটের সৃষ্টি হয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি বাতিলের দাবিতে যমুনা সেতু পশ্চিম পাড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির একটি অংশের শিক্ষার্থীরা। এ ঘটনায় ঢাকাসহ উত্তরের ১৬ জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে পণ্য ও যাত্রীবাহী যানবাহন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টার দিকে যমুনা সেতু পশ্চিম পাড় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার বিকেলে সড়ক অবরোধের সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায় আন্দোলনকারীদের। তারা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘সিরাজগঞ্জের কমিটি ভুয়া ভুয়া’, ‘ভুয়া কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ বলে স্লোগান দেন।
এর আগে, রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা সেতুর পশ্চিম পাড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। মুহূর্তেই ওই সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বহু যাত্রী। অল্পসময় পর তারা মহাসড়ক ছেড়ে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মুনতাসীর মেহেদী বলেন, “বৈষম্য দূর করতে আমরা অকাতরে জীবন দিয়েছি। জেলা কমিটি ঘোষণায় বৈষম্য সৃষ্টি হয়েছে। আমরা এই বৈষম্যমূলক কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।”
তিনি আরো বলেন, “দাবি আদায় না হলে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার পরে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
n
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
শনিবার (৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সজিব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে।
ঢাকা/অদিত্য/মাসুদ