ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

সোনারগাঁয়ে সড়কে পিষে যাওয়া মরদেহ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
সোনারগাঁয়ে সড়কে পিষে যাওয়া মরদেহ

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাচঁপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় ওই নারী মারা গেছেন। পরে লাশের ওপর দিয়ে একাধিক গাড়ি চলাচলের কারণে মরদেহটি সড়কে পিষে গেছে। মাথার চুল দেখে বোঝা গেছে, তিনি এক জন নারী ছিলেন।’’

কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘‘মহাসড়কে মানবদেহের কয়েকটি খণ্ড দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অনিক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়