কক্সবাজার সৈকতে নেমে অসুস্থ পর্যটক, হাসপাতালের পথে মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার সমুদ্র সৈকত। ফাইল ছবি
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ।
নিহত পর্যটকের নাম ফেরদৌস খান (৪০)। তিনি ঢাকার দক্ষিণ কমলাপুরের ৭০/২ নম্বর বাসার বাসিন্দা।
এডিআইজি আপেল মাহমুদ জানান, বিকেলে ফেরদৌস খান তার চার বন্ধুর সঙ্গে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নামেন। গোসলের একপর্যায়ে তিনি অসুস্থ অনুভব করেন এবং বন্ধুদের জানান। পরে বন্ধুরা তাকে সৈকতে নিয়ে আসেন। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন।
পরে বন্ধুরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা আরে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা/তারেকুর/সাইফ