বজ্রপাতে কৃষকের মৃত্যু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়ার কাহালুতে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ আকন্দ নামের (৫৫) এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আকন্দ ওই এলাকার বাসিন্দা। বিষয়টি জানিয়েছেন কাহালু থানার ওসি আব্দুল হান্নান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “নিহত মোহাম্মদ আকন্দ শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু করেন। আজও তিনি হালকা বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে যান। এক পর্যায়ে সেখানে বজ্রপাতে ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি স্থানীয়দের মাধ্যমে পরিবারের কাছে দেওয়া হয়েছে।”
বগুড়া/এনাম/সাইফ