ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

খাগড়াছড়ির লারমা স্কয়ারে ফের অগ্নিকাণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৮ মার্চ ২০২৫   আপডেট: ০৯:৫১, ৮ মার্চ ২০২৫
খাগড়াছড়ির লারমা স্কয়ারে ফের অগ্নিকাণ্ড

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ার বাজারে ফের অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, ‘‘প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাইনি।’’

আরো পড়ুন:

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে লারমা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

ঢাকা/রূপায়ন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়