ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারোয়ার তুষার

শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৮ মার্চ ২০২৫   আপডেট: ১০:৩৪, ৮ মার্চ ২০২৫
শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এবং সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, “যারা সারা দেশে চাদাবাঁজি ও সন্ত্রাসী করছে তারা অতিদ্রুত নির্বাচন চাচ্ছে।”

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগর এলাকায় জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে  তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি শুধু নির্বাচনের জন্যই আসেননি, সংস্কার ছাড়া নির্বাচন দিলে আবারো একই রকমের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে।”

তিনি আরো বলেন, “আমরা ওইসব রাজনৈতিক দলগুলোকে একদম বিশ্বাস করি না। আমরা জনগণের কল্যাণে কাজ করে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই।”

 জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক তুহিন মাহমুদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আল আমিন রাব্বি, নাগরিক পার্টির নেতা ইমন, পারভেজ, মোস্তফা। 

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়