ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ভগ্নিপতিকে হত্যায় সম্বন্ধি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৫ মার্চ ২০২৫  
রাজশাহীতে ভগ্নিপতিকে হত্যায় সম্বন্ধি গ্রেপ্তার

আমিনুল ইসলাম ওরফে মিন্টু

রাজশাহীতে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে র‌্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। 

র‌্যাব জানায়, গত শনিবার (২২ মার্চ) পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তার বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন সম্বন্ধি আমিনুল। পরে হাসপাতালে নেওয়া হলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদী হয়ে মামলা করেন।

হত্যাকাণ্ডের পর থেকে আমিনুল ইসলাম পলাতক ছিলেন। র‌্যাব ছায়া তদন্ত করছিল। আমিনুলের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সোমবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তারও করে। আসামিকে শাহমখদুম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কেয়া/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়