ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে পাহাড় কেটে ভবন নির্মাণ, সিডিএর উচ্ছেদ অভিযান 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২১ এপ্রিল ২০২৫  
চট্টগ্রামে পাহাড় কেটে ভবন নির্মাণ, সিডিএর উচ্ছেদ অভিযান 

নির্মাণাধীন বহুতল ভবনে উচ্ছেদ অভিযান চালায় সিডিএর ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম নগরীর এসএস খালেদ সড়ক এলাকায় পাহাড় কেটে নকশা বহির্ভূত নির্মাণাধীন ১৪ তলার বহুতল ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।  অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। 

আরো পড়ুন:

অভিযান প্রসঙ্গে ম্যাজিট্রেট নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, এসএস খালেদ সড়কে ৩০ কাঠার জমিতে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ৬০ শতাংশ জায়গা খালি রেখে ভবন নির্মাণের শর্তে সিডিএ অনুমোদন দিয়েছিল। পাশাপাশি পাহাড়ের কোনো ক্ষতি না করে স্থাপনা নির্মাণের শর্ত ছিল অনুমোদনে। কিন্তু সিডিএ’র এসব শর্ত না মেনে টিনের বেষ্টনি দিয়ে লোকচক্ষুর আড়ালে পাহাড় কেটে ভবন নির্মাণ করছেন মালিক। পাশাপাশি শর্ত না মেনে পুরো জায়গাজুড়ে ভবন নির্মাণকাজ শুরু করেছে। 

স্বপ্নের ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি এ ভবন নির্মাণ করছে। ম্যাজিস্ট্রেট জানান, প্রথমে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় সিডিএ কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল। কিন্তু তারা এ নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করে স্থগিতাদেশ নিয়ে আসে। ২০ এপ্রিল তাদের আবেদন খারিজ করে দিলে আজ সোমবার (২১ এপ্রিল) উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়