প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন: মামুনুল হক
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রবিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক
নির্বাচনের চেয়ে সংস্কারকেই অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “খেলাফত মজলিস মনে করে, নির্বাচনের আগে দেশে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।”
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন এবং গণহত্যাকারী দল হিসেবে ঘোষণা করতে হবে। তাদের বিচারের আওতায় আনতে হবে। ২৪-এর বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে তাদের সহায়তাকারী সব অঙ্গসংগঠন ও অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।”
ভারতের সাম্প্রদায়িক আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন, “গোটা ভারত জুড়ে মুসলমানদের ওপর সাম্প্রদায়িক আগ্রাসনের পাঁয়তারা চলছে। সেখানে মুসলিমদের সম্পদ কেড়ে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যা এবং ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে গণজাগরণ গড়ে তুলতে হবে।”
খেলাফত মজলিস রংপুর জেলা শাখার এই গণ সমাবেশে উপস্থিত ছিলেন- দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি সারাফাত হোসাইন, রংপুর জেলা শাখার সভাপতি কারী মোহাম্মদ আতাউল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল।
ঢাকা/আমিরুল/মাসুদ