ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৯ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৪৮, ২৯ এপ্রিল ২০২৫
ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রতীকী চিত্র

ঝালকাঠীর নলছিটিতে উপজেলার দপদপিয়া ইউয়িনের জুরকাঠি এলাকায় বজ্রপাতে আসমা বেগম (২৮) নামে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম। 

নিহত আসমা বেগম ওই এলাকার রুবেল মাঝির স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন। 

গৃহবধূর পরিবার জানিয়েছে, সোমবার বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে গেলে ফিরে আসার পথে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

ঢাকা/অলোক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়