ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির মধ্যে ক্ষেতের ধান জড়ো করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১০:২৫, ২৯ এপ্রিল ২০২৫
বৃষ্টির মধ্যে ক্ষেতের ধান জড়ো করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

খবর শুনে নিহত ওই কৃষকের বাড়িতে যান ইউএনও ডা. কাজী নাজিব হাসান (ইনসেটে নিহত কৃষক)

যশোরের শার্শায় বৃষ্টির মধ্যে ক্ষেতের ধান জড়ো করছিলেন কৃষক আমির হোসেন (৪০)। এ সময় বজ্রপাতে ক্ষেতেই প্রাণ হারিয়েছেন তিনি।  

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে তিনি এ বজ্রপাতের শিকার হন।

নিহত আমির হোসেন শার্শা উপজেলার বেড়ী-নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে। ওই গ্রামেই ধানের ক্ষেতে তিনি বজ্রপাতে মারা যান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, খবর শুনে বিকালে নিহত ওই কৃষকের বাড়িতে যাওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা।

ঢাকা/রিটন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়