ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় বজ্রপাতে ২ ভাই নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ৪ মে ২০২৫  
বগুড়ায় বজ্রপাতে ২ ভাই নিহত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছে। রবিবার (৪ মে) বিকাল ৩টায় উপজেলার দেবডাঙ্গা মথুরাপাড়া যমুনার ঘা‌টে বজ্রপাতের তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন, সিরাজগন্জের কাজীপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের ছে‌লে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।

আরো পড়ুন:

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, দুর্ঘটনার আগে নিহত দুই ভাই যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছের আড়তে বিক্রি করেন। এরপর বিকেল ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাছের আড়তের নিচে যমুনা নদীর ঘাটে আগে থেকে বেঁধে রাখা নৌকা ভালোভাবে বাঁধতে যান। এমন সময় তা‌দের উপর বজ্রপাত হতে তারা পা‌নি‌তে প‌ড়ে যায়। প‌রে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার ক‌রে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিলুর ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে যায়। প‌রে লা‌শের সুরতহাল শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়