ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাতকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৮ মে ২০২৫  
ছাতকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ছাতক থানা (ফাইল ফটো)

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো.মুজিবুর রহমান (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ মে ) সকালে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত মুজিবুর রহমান মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে। স্থানীয় খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মুজিবুর রহমান সকাল ৮টার দিকে বাড়ির পাশের হাওরে মাছ শিকারে বের হয়। এসময় প্রচণ্ড বজ্রবৃষ্টি শুরু হয়। মাছ ধরার এক পর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। গ্রামের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বজ্রপাতে স্কুল শিক্ষার্থী মো. মুজিবুর রহমানের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা/মনোয়ার/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়