ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে ৩৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ৯ মে ২০২৫   আপডেট: ০৯:৪৭, ৯ মে ২০২৫
ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে ৩৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে প্রাপ্তবয়স্ক পুরুষ

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ৩৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১১ জন নারী ও ১৪ জন শিশু। এছাড়া ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে

বৃহস্পতিবার (৮ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক প্রাপ্তবয়স্ক পুরুষরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলা মোড়াগাছা গ্রামের সবুজ হোসেন (৩৩), নড়াইলের সীতারাম গ্রামের আজিবর মল্লিক (৬৫), একই জেলার বাবুপুর গ্রামের মিরাজুল শেখ (২৫), কুমড়ী গ্রামের মোস্তফা (৪৮), বিষ্ণুপুর গ্রামের লিকচান শেখ (২৮), যাদবপুর গ্রামের শাহীন ফকির (৪৮), পাচুরিয়া গ্রামের খাজা মোল্লা (৩৫), যাদবপুর গ্রামের সম্রাট শেখ (৩০), মাধবপাশা গ্রামের তরিকুল শেখ (৩৬) ও মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের কিতাবুল হোসেন (১৯)। 

এছাড়া মাদকসহ মেহেরাব উদ্দীন (২৭) নামে মহেশপুরের যাদবপুর গ্রামের  একজনকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন যাদবপুর, উথুলী, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযানে এদেরকে আটক করে বিজিবি। 

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা/শাহরিয়ার/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়