আজমিরীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৫৪, ১১ মে ২০২৫
প্রতীকী ছবি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে সাজু মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিকেলে সাজু মিয়া বাড়ির পাশে গোসল করতে যান। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/মামুন/রাজীব