লাখাইয়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:১১, ১২ মে ২০২৫
প্রতীকী চিত্র
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুজনপুর গ্রামে বজ্রপাতে আজগর আলী (৩৫) নামে একজন কৃষক প্রাণ হারিয়েছেন।
সোমবার (১২ মে) সকালে বৃষ্টির কারণে স্থানীয় মাঠ থেকে গরু আনতে গেলে তিনি এই বজ্রপাতের শিকার হন।
নিহত আজগর আলী লাখাই উপজেলার সুজনপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে। তার লাশ উপজেলা হাসপাতালে রয়েছে।
লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া বজ্রপাতে আজগর আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/মামুন/টিপু