ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে ৪ লেন সড়কে হকার্স মার্কেট উচ্ছেদ 

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৪ মে ২০২৫  
নড়াইলে ৪ লেন সড়কে হকার্স মার্কেট উচ্ছেদ 

নড়াইলে ৪ লেন সড়কে হকার্স মার্কেট উচ্ছেদ করা হয়

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে সড়কের ফুটপাতে গড়ে উঠা অবৈধ হকার্স মার্কেট গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদুৎ বিভাগ ও সড়ক বিভাগ অংশ নেয়।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্ষন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নড়াইল সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার দেবাশীষ অধিকারী। 

আরো পড়ুন:

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল শহরাংশের ৪ লেন সড়ক বাস্তাবায়নে ইতোপূর্বে সড়কের জায়গায় গড়ে তোলা ‘বঙ্গবন্ধু হকার্স মার্কেট’ অপসারণ করা হয়। সড়কের কাজ শেষ না হতে ফুটপাত জুড়ে ৩০টিরও অধিক দোকান গড়ে ওঠে। মঙ্গলবার (১৩ মে) রাতে মার্কেট উচ্ছেদে মাইকিং করা হলেও আমলে নেয়নি হকার্স মার্কেটের দখলদারেরা। দখলদাররা প্রশাসনের সঙ্গে অনেক দেন দরবার করেও মার্কেট শেষ রক্ষা করতে পারেনি।

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়