ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

সাতক্ষীরার সাবেক এমপি লায়লা পারভীন কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২০ মে ২০২৫   আপডেট: ২০:০২, ২০ মে ২০২৫
সাতক্ষীরার সাবেক এমপি লায়লা পারভীন কারাগারে

সোমবার মধ্যরাতে লায়লা পারভীনকে (সেঁজুতি) গ্রেপ্তার করে পুলিশ

সাতক্ষীরা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীনকে (সেঁজুতি) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৯ মে) মধ্যরাত ৩টার দিকে শহরের ইটেগাছা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় লায়লা পারভীনকে।

আরো পড়ুন:

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিএম লুৎফর রহমান বলেন, “সংশ্লিষ্ট মামলার নথি জজ কোর্টে থাকায় আজ লায়লা পারভীনের (সেঁজুতি) জামিন শুনানি করা যায়নি।”

লায়লা পারভীন (সেঁজুতি) সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক। ১৯৯৬ সালে নিজ পত্রিকা অফিসে সন্ত্রাসীদের গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দিনের মেয়ে তিনি।

ওসি শামিনুল হক বলেন, “জেলা আওয়ামী লীগের নেত্রী লায়লা পারভিন (সেঁজুতি) চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।”

তিনি আরো বলেন, “তিনি কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। সোমবার রাত ৩টার দিকে তাকে তার হাটের মোড়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/শাহীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়