ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি কাস্টমসের কর্মবিরতিতে শুল্কায়ন স্থবির 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ২৫ মে ২০২৫  
হিলি কাস্টমসের কর্মবিরতিতে শুল্কায়ন স্থবির 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানা কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। ফলে আমদানি- রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এরফলে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দরের আমদানিকারকরা। 

গত ১৪ মে থেকে তাদের এই কর্মবিরতি চলছে। তবে একদিন কয়েক ঘণ্টা করে কর্মসূচি চললেও শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি শুরু হয়েছে। আজ রবিবারও (২৫ মে) একইভাবে বন্দরে কাস্টমস কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেছেন।

আরো পড়ুন:

সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল থেলে  হিলি স্থল শুল্ক স্টেশনে কাস্টমস কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন। তারা অফিসে অবস্থান করলেও কাজকর্ম করতে দেখা যায়নি। 

বন্দরের আমদানিকারকরা বলেন, ‘‘কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির ফলে বন্দরে মালামাল খালাস না হওয়ার কারণে সময়মতো নেয়া যাচ্ছে না। বন্দর কর্তৃপক্ষকে অতিরিক্ত ভাড়ার টাকা তাদের পরিশোধ করতে হচ্ছে। এতে করে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’’ 

হিলি স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি সারা দেশে পালিত হচ্ছে। এই কর্মবিরতিতে সহমত পোষণ করে হিলি স্থলবন্দরেও পালিত হচ্ছে। বিকাল ৫টার পর কাজকর্ম শুরু হয়েছে। তবে আজ রবিবার (২৫ মে) বিকালে ঢাকায় এনবিআর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফলপ্রসূ আলোচনা না হলে কাল সোমবার (২৬ মে) পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট সূত্রে জানা গেছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতিতে হিলি কাস্টমসে শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে। বেশ কিছু আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরে শুল্কায়ণ জটিলতায় পণ্য খালাসের অপেক্ষায় আছে। বলতে গেলে বন্দরে এক প্রকার অচলাবস্থা বিরাজ করছে। 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি মূলত চারটি। প্রথমত, জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; দ্বিতীয়ত, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা; তৃতীয়ত, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা; চতুর্থত, এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থা সংস্কার নিশ্চিত করা। 
 

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়