ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৬ মে ২০২৫  
সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার 

উদ্ধার হওয়া ভারতীয় শাড়ি

সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। আজ সোমবার ( ২৬ মে) দুপুরে ২৮ বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা শাড়ি উদ্ধার করেন।

২৮ বিজিবি সূত্রে জানা যায়, দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় ওয়েজখালী ব্রিজ এলাকায় মালিকবিহীন একটি পিকআপ ভ্যানে ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। পিকআপের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা এবং শাড়ির মূল্য ৯৬ লাখ ৬৪ হাজার টাকা।

আরো পড়ুন:

এই অভিযানে অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার রফিকুল ইসলামসহ বিজিবির নয় সদস্য।   

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ভারতীয় শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। ঈদকে সামনে রেখে চোরাচালানি তৎপরতা বন্ধে বিজিবির আভিযান জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা/মনোয়ার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়