ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোতে স্থানীয়দের ভিড়

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৯ জুন ২০২৫   আপডেট: ১০:১৯, ৯ জুন ২০২৫
খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোতে স্থানীয়দের ভিড়

রিচাং ঝরনার পানিতে গোসল করছেন স্থানীয় পর্যটকরা

ঈদের টানা ছুটিতে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনাথী সংখ্যা। তারা আলুটিলা পর্যটন কেন্দ্র, রিচাং ঝরনা, খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক ঘুরে বেড়াচ্ছেন। যারা ঘুরতে এসেছেন তাদের অধিকাংশ স্থানীয়।

পর্যটন সংশ্লিষ্টরা বলেছে, যেহেতু ঈদের ছুটি শেষ হতে এখনো কিছুদিন বাকি, ফলে অন্য জেলাগুলো থেকে পর্যটকরা আসতে পারেন।

আরো পড়ুন:

ঢাকা থেকে ঘুরতে আসা মো. শাহাব উদ্দিন বলেন, “এই প্রথম দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে খাগড়াছড়িতে ঘুরতে এসেছি। রিচাং ঝরনা ও হর্টিকালচার পার্ক ঘুরে আলুটিলা ঘুরে দেখেছি। খুব ভালো লেগেছে। আলুটিলা থেকে শহর ও জেঙ্গী নদী সবকিছু দেখা যায়।”

চট্টগ্রাম থেকে ঘুরতে আসা নির্মল দে জানান, তিনি পরিবার নিয়ে প্রথমবার খাগড়াছড়ি ঘুরতে আসা। তারা খাগড়াছড়ির অনেকগুলো পর্যটন স্পট ঘুরে দেখেছেন। তাদের খুব ভালো লেগেছে।”

আলুটিলা পর্যটনকেন্দ্র 


এদিকে, জেলার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনাথী সংখ্যা বাড়ায় বেচাবিক্রি ভালো হচ্ছে বলে জানান পর্যটন নির্ভর ব্যবসায়ীরা।

খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের কাপড় ব্যবসায়ী গীতা চাকমা বলেন, ‍“ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনাথী বৃদ্ধি পাওয়ায় তাদের ব্যবসা ভালো হচ্ছে। এখনো ছুটি শেষ হতে কয়েকদিন বাকি। অন্য জেলাগুলো থেকে পর্যটকরা আসলে বেচাবিক্রি আরো বৃদ্ধি পাবে।”

আলুটিলা পর্যটন কেন্দ্রের টিকেট বিক্রেতা লিটন ত্রিপুরা জানান, ঈদের দ্বিতীয় দিন রবিবার তাদের প্রায় ২২০০ টিকেট বিক্রি হয়েছে। এই পর্যটন কেন্দ্রে যারা ঘুরতে এসেছেন তাদের অধিকাংশই স্থানীয়।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার জানান, তাদের ৭০ভাগ রুম বুকিং হয়েছে। পর্যটকদের সেবা দিতে তারা প্রস্তুত।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ঈদের ছুটিতে পর্যটকেরা যাতে নিরাপদে ঘুরে চলে যেতে পারেন সে বিষয়ে কাজ করছে পুলিশ। পর্যটকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীও কাজ করছে।

ঢাকা/রূপায়ন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়