ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৯৯ লাখ টাকা টোল আদায়

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৫ জুন ২০২৫  
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৯৯ লাখ টাকা টোল আদায়

ফাইল ফটো

ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৭০৪টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা। 

বরিবার (১৫ জুন) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়।

তিনি জানান, ঈদুল আজহার ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে তেমন যানবাহনের চাপ নেই। থেমে থেমে গাড়ি টোল প্লাজায় আসছে, টোল দিয়ে সেতু পার হচ্ছে।

আরো পড়ুন:

গত ২৪ ঘণ্টায় জাজিরা প্রান্ত হয়ে ২৫ হাজার ২৪০টি গাড়ি ও মুন্সিগঞ্জ জেলার মাওয়া প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪৬৪টি গাড়ি পদ্মা সেতু পারাপার হয়েছে। এ থেকে ৩ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা আদায় হয়েছে।

আবু সাদ নিলয় জানান, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে মানুষ পদ্মা সেতু পার হয়ে নির্বিঘ্নে ঢাকায় যাচ্ছেন। টোলপ্লাজায় দায়িত্বে থাকা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়