ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাভার্ডভ্যান চালকের কাছে মিলল থানার লুণ্ঠিত অস্ত্র 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ১৭ জুন ২০২৫  
কাভার্ডভ্যান চালকের কাছে মিলল থানার লুণ্ঠিত অস্ত্র 

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন এ তথ্য জানান। 

আরো পড়ুন:

গ্রেপ্তার কাভার্ডভ্যান চালকের নাম রুবেল প্রকাশ রনি। তার বাড়ি মীরসরাই উপজেলার মিঠাচর গ্রামে। তিনি নগরীর পতেঙ্গা থানার বালুরমাঠ এলাকায় থাকেন।

পুলিশ জানায়, নগরীর কোতোয়ালী থানা থেকে লুট করা একটি অস্ত্র রুবেল নামের এক কাভার্ডভ্যান চালকের কাছে আছে বলে গোপন সূত্রে জানতে পারে পুলিশ। অবস্থান শনাক্ত করে পতেঙ্গা থেকে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়।  কাভার্ডভ্যান চালকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রাম কোতোয়ালি থানা থেকে এই অস্ত্রটি রনি লুট করেন বলে জানান উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়