মাহিন্দ্রায় বাসের ধাক্কা, নিহত ৫
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন
ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার পাঁচযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন।
শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কুরিয়ার ব্রিজ এলাকায় দুর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, হালুয়াঘাট থেকে ঢাকায় যাচ্ছিল শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস। ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড়ের কুরিয়ার ব্রিজ এলাকায় বাসটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাহিন্দ্রার পাঁচ যাত্রী মারা যান। মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাট যাচ্ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধারে কার্যক্রম শুরু করে। এ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন।